**"এই মিছে জীবন"**
জীবন এক আশ্চর্য রহস্য। কখনো মনে হয়, সবকিছুই যেন স্বপ্নের মতো ক্ষণস্থায়ী। আমরা ছুটে চলি লক্ষ্যের পিছে, জমা করি সম্পদ, গড়ে তুলি সম্পর্ক—কিন্তু শেষ পর্যন্ত কী থাকে? এই জীবন কি তাহলে শুধুই এক মিছে খেলা?
মিছে কেন?
১.অস্থায়িত্ব: ধন-সম্পদ, যৌবন, এমনকি প্রিয় মানুষও চিরকাল থাকে না। আজ যা আছে, কাল তা-ই হয়তো ধুলো হয়ে যাবে।
২. অর্থের পিছে দৌড়: টাকার জন্য হাঁপাতে হাঁপাতে আমরা ভুলে যাই প্রকৃত সুখ কী—একটা উষ্ণ হাসি, প্রকৃতির সৌন্দর্য, বা অন্তরের শান্তি।
৩. ভালোবাসার মিছে আশা : অনেক সম্পর্কই স্বার্থের বন্ধনে আবদ্ধ। যখন স্বার্থ শেষ, সম্পর্কও ম্লান হয়ে যায়।
Bristi Islam
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?