ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ময়মনসিংহ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণকর্মশালা ১৫এপ্রিল হতে পর্যন্ত অনুষ্ঠিত হইবে।
আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে স্থানীয় তারেক স্মৃতি অডিটোরিয়ামে প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাফিজুল আলম, জেলা প্রশাসক ময়মনসিংহ।

MASUD RANA
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟