সূর্যাস্ত প্রমাণ যে শেষটাও সুন্দর হতে পারে।” “সবচেয়ে খারাপ যন্ত্রণা তখনই অনুভব হয় যখন আপনার মনে অনেক কিছু থাকে কিন্তু তা ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না।” “প্রতিটি হৃদয়ের কিছু ব্যথা আছে শুধু প্রকাশের উপায় আলাদা। কেউ তাদের চোখে লুকিয়ে রাখে, আবার কেউ তাদের হাসিতে লুকিয়ে রাখে।”