আবু সাঈদ এর পরিবার'কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা হস্তান্তর
ঢাকা ২৪ মার্চ ২০২৫ (সোমবার): আজ সেনাবাহিনী প্রধান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পিতার নিকট আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য যে, গত ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকা'তে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।


Bulbul Sarkar
删除评论
您确定要删除此评论吗?