ফরিদপুরের সালথা উপজেলায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের মতো এখানেও কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে আসতে শুরু করে। সকাল ১০টা থেকে উপজেলার ১টি কেন্দ্রে এবং ২টি ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়। যা চলেছে বেলা ১টা পর্যন্ত। সালথা থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এ বছরে সালথায় মোট পরীক্ষার্থী ছিল ৮৯২ জন। তাদের মধ্যে দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ জন।

Md Shafiqul Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?