বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া বাজারের ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, চারটি বসতঘর ও একটি পিকআপ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ তালতলী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের গাফলতির কারণে এতোগুলো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তারা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের শাস্তি দাবী করেছেন। এতে অন্তত সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সিকদার পনু। ঘটনা ঘটেছে রবিবার রাত সোয়া ১২ টার দিকে।
