প্রিয় হারালে নিঃশব্দে কাঁদে মন,
অশ্রু নামে না চোখে, শুধু ব্যথা জমে প্রাণে;
স্মৃতির ছায়া জড়ায় নির্জন রাতের স্তব্ধতায়,
বুকের গহীনে মিশে যায় হারানোর গান...
ফাঁকা চোখে খোঁজে সেই চেনা মুখ,
থেমে থাকে সময়, শব্দহীন ক্রন্দনে ডুবে মুখ।

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd