বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ পহেলা বৈশাখ। প্রকৃতির রূপ বদলের সঙ্গে সঙ্গে এই উৎসব যেন প্রতিবারই বয়ে আনে নতুন এক জাগরণ, নতুন এক প্রত্যাশা।
সেই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুরে সোমবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৪৩১ বঙ্গাব্দের পহেলা বৈশাখ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী বাংলা প্রতীকে সুসজ্জিত হয়ে শোভাযাত্রাটি ইসলামপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
