সবুজ ধানের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একগুচ্ছ তালগাছ। এ যেন প্রকৃতির বুকে আঁকা এক নিপুণ শিল্পকর্ম। চারদিকে নির্জনতা, শুধু হালকা বাতাসে পাতার মৃদু সুর।
লোকেরা বলে, অনেক বছর আগে এখানে ছিল একটি ছোট্ট গ্রাম। এই গাছগুলো ছিলো গ্রামের মাঝখানে, সময়ের স্রোতে গ্রাম হারিয়ে গেলেও, তালগাছগুলো দাঁড়িয়ে আছে সেই আগের মতো। তারা আজও মনে রাখে সেই শিশুদের হাসি, কৃষকের গান আর সন্ধ্যার পাখির ডাক।
এই গাছগুলো শুধু গাছ নয়—এরা সময়ের গল্প বলা জীবন্ত চরিত্র, যারা সবুজের মাঝে দাঁড়িয়ে আছে অতীতকে আগলে রেখে।

Nurul Islam
コメントを削除
このコメントを削除してもよろしいですか?