"তোমরা আমাদের সেই পতাকা নামাতে বলো?
যে পতাকার জন্য মুস‘আব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু
উহুদের রক্তমাখা ময়দানে দুই হাত হারিয়েও
তবুও বুক দিয়ে আঁকড়ে ধরেছিলেন?
কারণ তিনি জানতেন—
এই পতাকা কেবল কাপড় নয়।
এটা আমাদের দ্বীনের সম্মান।
রাসূল ﷺ এর স্নেহ, সাহাবিদের রক্ত,
শহাদাতের প্রতিচ্ছবি।
তোমরা যদি চাও আমরা এই পতাকা নামিয়ে ফেলি—
শোনো, লা ওয়াল্লাহি!
আমরা সেই পতাকা কোনোদিন নামাবো না!
আমাদের হাত ভেঙে যেতে পারে, বুক ছিন্ন হতে পারে—
তবুও এই পতাকা উড়বেই,
আল্লাহর নামে, দ্বীনের নামে, শহাদাতের নামে!"

Md Kefayet
Deletar comentário
Deletar comentário ?