Opdage indlæg

Udforsk fængslende indhold og forskellige perspektiver på vores Discover-side. Afdække friske ideer og deltag i meningsfulde samtaler

💌 ১৪. বইমেলার প্রেম
বইয়ের দোকানে হাত ছুঁয়ে যায়। দুজনই পেছনে ঘুরে তাকায়—একই বইয়ের প্রেমিক-প্রেমিকা হয়তো ভবিষ্যতের এক অধ্যায়ে।

💌 ১৩. ভাঙা ছাতা, জোড়া মন
ছেলেটার ছাতা ছিঁড়ে গেছে। মেয়েটা এগিয়ে এসে বলল, “দুটো ছাতা ভাঙা থাকলে মিলিয়ে একটা তৈরি হয়।”
সেদিন থেকেই দুজন মিলে হেঁটে চলে।

💌 ১২. নোট দিয়ে প্রেম
রোজ ফিজিক্সের বইয়ে একটা নোট থাকে—“আজকের মিষ্টি হাসি কই?”
মায়া জানে কে লেখে, কিন্তু কখনো কিছু বলে না। হাসিটাই উত্তর।

💌 ১১. কুকুরের প্রেমিক
রাফি রোজ রাস্তার কুকুরকে খাওয়ায়। রিনি সেটা দেখে বলে, “তুই যদি কাউকে এমন খেয়াল রাখিস, সে তোকে কখনো হারাতে চাইবে না।”
রাফি: “তুই কি সেই কেউ?”

💌 ১০. ঈদের চুড়ি
রাহিম প্রতি ঈদে রিনার জন্য চুড়ি কিনে রাখে। কখনো দিতে পারে না। এইবার সাহস করে দিল। রিনা বলল, “এই চুড়ির আওয়াজটা যেন তোর হৃদয় বাজায়!”

💌 ৯. লাস্ট বেঞ্চ প্রেম
ক্লাসের লাস্ট বেঞ্চে বসে মিথিলা আর আদিব লিখে ফেলেছে একটা জীবন। স্যার পড়ান, তারা ভবিষ্যতের গল্প গড়ে।

💌 ৮. এক কাপ চা, দু’জনের গল্প
চায়ের দোকানে এক কাপ চা নিয়ে দুজন বসে থাকে প্রতিদিন। দোকানদার জানে, এটা এক কাপ চায়ের দামে কোটি টাকার ভালোবাসা।

💌 ৭. চশমার ফ্রেম
মেয়েটার চশমা ভেঙে যায়। ছেলেটা নিজের ফ্রেম দিয়ে দেয়। মেয়েটা অবাক হয়ে বলে, “তুই তো অন্ধ হয়ে যাবি!”
ছেলেটা হাসে, “ভালোবাসা এমনিতেই অন্ধ, না?”

💌 ৬. বৃষ্টির দিন
ছেলেটা ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েটা ছাতা ভুলে এসেছিল। ছেলেটা ছাতা এগিয়ে দিল। দুজনে ভেজা পায়ে হেঁটে গেল—ভালোবাসার প্রথম বৃষ্টি!

💌 ৫. ১০ টাকার চা
দীপু প্রতিদিন স্কুলের পেছনের চায়ের দোকানে দাঁড়ায়, শুধু লিলিকে দেখার জন্য। একদিন লিলি বলল, “তুই কি চা খাস, না আমায় দেখতে আসিস?”
দীপু: “দুটোই, কারণ দুটোই নেশা।” ☕

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd