Explorez un contenu captivant et des perspectives diverses sur notre page Découvrir. Découvrez de nouvelles idées et engagez des conversations significatives
চট্টগ্রাম (পর্ব-২)
ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চট্টগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর ও রেল যোগাযোগের কেন্দ্র। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ব্রিটিশবিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক ঘটনা।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও চট্টগ্রামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শহর থেকেই প্রথমবারের মতো স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়।
বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগরী হিসেবে খ্যাত।
#beat #viral #foryou
চট্টগ্রাম (পর্ব-১)
চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী এবং ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। এই অঞ্চল প্রাচীনকাল থেকেই বাণিজ্যিকভাবে সমৃদ্ধ ছিল। প্রাচীন গ্রিক, আরব ও চীনা পর্যটকরা চট্টগ্রামকে সমুদ্রপথে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন।
মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের শাসনামলে চট্টগ্রাম ভারতের পূর্বাঞ্চলের অংশ ছিল। পরবর্তীতে পাল ও সেন রাজবংশের শাসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৩শ শতকে আরাকান ও ত্রিপুরা রাজ্যের প্রভাব থাকলেও, ১৬৬৬ সালে মুঘল সাম্রাজ্য চট্টগ্রাম দখল করে এবং এর নাম দেয় ইসলামাবাদ।
#best #viral #foryou
A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED
Powered by ABS ( P ) Ltd