ছবিতে দেখানো হৃৎপিণ্ড’টি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রাণীর হৃৎপিণ্ড। প্রায় ২০০ কেজি ওজনের এই হৃৎপিণ্ডের মালিক হচ্ছে নীল তিমি। হ্যাঁ, জল এবং স্থলের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে এই নীল তিমি। ২০১৪ সালে নিউফাউন্ডল্যান্ড(Newfoundland) উপকূলে ২৪-মিটার (৭৮ ফুট) নীল তিমির মৃতদেহ থেকে এই হৃৎপিণ্ডটি আলাদা করা হয়। প্রায় ১০ জন লোকের সহায়তায় মাছটির শরীর থেকে আলাদা করা হয় হৃৎপিণ্ডটি এবং পরবর্তীতে ফরমালিন ব্যবহার করে পচনের হাত থেকে রক্ষা করা হয়। বর্তমানে এটি কানাডার রয়েল অন্টারিও যাদুঘরে সংরক্ষিত রয়েছে। বিজ্ঞানীরা মতানুসারে, প্রতি ১০ সেকেন্ডে প্রায় ২২০ লিটার রক্ত পাম্প করতে পারে নীল তিমির এই হৃৎপিণ্ডটি।
স্থলে চড়ে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী হচ্ছে আ

Deactive ID
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?