Arif Arian مشترکہ a پوسٹ  
19 میں

19 میں

বৃষ্টির দিনে

বৃষ্টির দিনে ভিজে যায় স্মৃতিরা,
জলকণায় জেগে ওঠে প্রিয় মুখ।
পথে জমে কাদামাটি আর ছায়া,
মনটা খুঁজে ফেরে এক পুরোনো সুখ।

চায়ের কাপে ধোঁয়া তুলে গান বাজে,
জানালায় টুপটাপ বৃষ্টির ছন্দ।
হৃদয় যেন গল্প হয়ে যায়,
যেখানে তুমি—আর আমি নিঃশব্দ বন্ধ।

ছাতা ছাড়া হাঁটতে ইচ্ছে করে,
মেঘলা আকাশে খুঁজে ফিরি রঙ।
হয়তো এই বৃষ্টি জানে, কতোটা
তোমার ছোঁয়া আমার ভেতর ঢং।

বৃষ্টির দিনে, তুমি ছিলে পাশে,
আজ নেই, তবুও আছো আশেপাশে।
বৃষ্টির শব্দে আমি শুনি তব নাম—
ভিজে যায় হৃদয়, ভিজে যায় গোপন কাম।

Arif Arian مشترکہ a پوسٹ  
19 میں

Arif Arian مشترکہ a پوسٹ  
19 میں

19 میں

তোমার অপেক্ষায় 🥰

image
Arif Arian مشترکہ a پوسٹ  
19 میں

Arif Arian مشترکہ a پوسٹ  
19 میں

کے بارے میں

Assalamu alaikum. I'm Arif Arian.

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd