পহেলা বৈশাখ, বাঙালির নতুন বছরের প্রথম দিন, জাতিগত উৎসবের প্রতীক এবং সমৃদ্ধির প্রতীক। এই দিনে, স্বাদ ও ঐতিহ্যের সঙ্গে উদযাপন করতে বাঙালিরা ইলিশ মাছের প্রতি বিশেষ স্নেহ প্রদর্শন করে। কিন্তু এবার আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। নিরীহ ইলিশ মাছ হত্যার বন্ধনে আমরা সবাইকে যুক্ত হতে হবে।
ইলিশ মাছের সঙ্গে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য জড়িত। এটি আমাদের খাদ্যাভ্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তার স্বাদে মিশে আছে মাটি ও জল। কিন্তু পহেলা বৈশাখের সময়ে ইলিশ মাছের প্রজনন প্রক্রিয়া চলছে, যা তাদের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অতএব এই সময়ে ইলিশ মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা তাদের এ প্রজনন প্রক্রিয়ায় বিপন্ন করছে।
A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED
Powered by ABS ( P ) Ltd
Bristi Islam
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?