ভাল ছাত্র আর ভাল ছেলের মধ্যে কোন পার্থক্য নেই! ছোটবেলা থেকেই এইটা জেনে বড় হয়েছি। ক্লাসে ফার্স্ট হলে বা প্রথম দিকে থাকতে পারলে ছেলে থেকে বুড়ো সবার অনেক বাহবা তো পাওয়া যেতই, সাথে ভাল ছেলে হিসেবেও সবার কাছে সম্মান স্নেহ পাওয়া যেত। তাই ছোটবেলায় ভাল ছাত্র/ছেলে খেতাবটা লোভনীয় ছিল বৈকি!
যুগ পালটে গেছে। আগের ভাল ছাত্র আর ভাল ছেলে শব্দগুলি এখন আর সমার্থক নয়। শিক্ষাব্যবস্থার বদৌলতে জিপিএ বাড়ার সাথে সাথে ভাল ছাত্রের সংখ্যাও বেড়েছে। সে তো ভাল সংবাদ। কিন্তু ভাল ছেলের সংখ্যা কি আসলে সে অনুপাতে বেড়েছে? একটু খেয়াল করলেই উত্তরটা পাওয়া যায়।
এ যুগে ভাল ছাত্রের অভাব নাই। কিন্তু ভাল ছেলে খুঁজে পাওয়া দুস্কর হয়ে পড়ছে দিন দিন। বিয়ের বাজারে গেলে