২০০ কোটি বনাম ১ কোটি — তবুও আমরা মার খাচ্ছি কেন?

التعليقات · 40 الآراء

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"এক সময় আসবে, যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এমনভা?

২০০ কোটি বনাম ১ কোটি — তবুও আমরা মার খাচ্ছি কেন?

 

ইসরাইলের জনসংখ্যা মাত্র ১ কোটি।

আর আমরা মুসলিম উম্মাহ—প্রায় ২০০ কোটি!

তবুও আজ ফিলিস্তিনে তাদের রক্ত ঝরছে আর আমরা শুধু স্ক্রল করে যাচ্ছি?

আমরা কি মুখে কুলুপ এঁটে বসে আছি?

আমরা কি ঘুমিয়ে গেছি?

 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আগেই সাবধান করে দিয়ে গেছেন:

আরবি মূল (Sunan Abi Dawood, Hadith: 4297):

 

> يُوشِكُ الأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا، فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ قَالَ: حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ

 

 

 

বাংলা অনুবাদ:

 

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"এক সময় আসবে, যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এমনভাবে একত্রিত হবে, যেমনভাবে আহারকারীরা তাদের থালার দিকে একত্রিত হয়।"

এক সাহাবি জিজ্ঞেস করলেন: "হে আল্লাহর রাসূল! তখন কি আমাদের সংখ্যা কম হবে?"

তিনি বললেন: "না, বরং সেই সময়ে তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে স্রোতের সঙ্গে ভেসে যাওয়া ফেনার মতো।

তোমাদের শত্রুর হৃদয় থেকে আল্লাহ তোমাদের ভয় উঠিয়ে নেবেন, আর তোমাদের হৃদয়ে 'ওহান' নিক্ষেপ করবেন।"

একজন জিজ্ঞেস করলেন: "ওহান কী?"

তিনি বললেন: "দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুর ভয়।"

 

আজ কি সেই দিন নয়?

বাতিল একজোট—আর আমরা বিভক্ত।

ওরা গোলা-বারুদ নিয়ে নামে,

আর আমরা যুদ্ধ করি না, মঞ্চে নামি না, দোয়ায় ডাকি না।

একত্রিত হতে পারছি না মুসলিম উম্মাহ 

আমরা একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি করছি এটা জায়েজ ওটা জায়েজ তারাবি নামাজ ৮ রাকাত ২০ রাকাত এগুলো নিয়ে তর্কে জড়িয়ে আছি

 

 

---

 

জাগো মুসলমান! জিহাদের ডাক এসে গেছে!

 

ইসরাইলের পেছনে যদি থাকে নেটো, প্রযুক্তি আর মিডিয়া...

তাহলে আমাদের পেছনে আছেন—আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা!

তাদের পেছনে যদি হয় যুক্তরাষ্ট্র,

আমাদের পেছনে আছে জান্নাতের ওয়াদা!

জিহাদ মানে শুধু অস্ত্র না—জিহাদ মানে প্রতিরোধ, কলম, কণ্ঠ, ক্যামেরা, দোয়া, একতা।

 

মেধা থাকলে তা ফিলিস্তিনের জন্য খরচ করো।

শক্তি থাকলে সামর্থ্য থাকলে যুদ্ধে অংশ নাও সরাসরি

অর্থ থাকলে তা দিয়ে রক্তপাত থামাতে চেষ্টা করো।

সময় থাকলে পোস্টটি শেয়ার করো, বলো, মানুষকে জাগাও।

আর দোয়া থাকলে—তাহাজ্জুদের অশ্রুতে কাঁদো।

 

“তুমি যদি ভাবো এই আগুন শুধু গাজার জন্য, তাহলে ভুল করছো!”

 

অচিরেই বাংলাদেশেও এই আগুন নেমে আসবে না, তার গ্যারান্টি কোথায়?

তারা মুসলিম নিধনের মহাপরিকল্পনা করছে—

প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, সিরিয়া, মিয়ানমার… এরপর কোথায়?

 

তাই এখনই ঠিক করো—তুমি কোন পাশে?

বিচারহীন নিস্তব্ধতার?

নাকি জাগ্রত প্রতিরোধের?

 

 

---

 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"জিহাদ চলতে থাকবে কেয়ামত পর্যন্ত, যতক্ষণ না শেষ মুসলমান বাতিলের বিরুদ্ধে লড়ে যায়।"

(সহীহ মুসলিম)

 

আমরা হারি না। আমাদের মৃত্যু—বিজয়ের প্রথম সিঁড়ি।

 

বিজয় আমাদেরই ইনশাআল্লাহ!

হয় শহীদ হবো, নয়তো বিজয় আনবো—তৃতীয় কিছু নেই।

 

 

---

 

#ফিলিস্তিন #উম্মাহ_এক_হও #জিহাদের_ডাক #রাসুলের_উম্মত #আল্লাহ_আমাদের_সাথে #ঈমান_জাগাও #বাংলাদেশ_সতর্ক_হও

التعليقات

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd