আমি বিয়ের আগেও স্ত্রীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে মাথা ঘামাইনি, বিয়ের এতো বছর পরও ঘামাই না। পাত্রী দেখার সময় মায়ের জিজ্ঞাসার সময়ও স্পষ্ট ভাষায় বলেছি :
- চেহারার সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যটাই আমার আরাধ্য! আপনি তেমন কাউকে পান কি না দেখুন!
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে নিরাশ করেননি। ঠিক যেমনটা চেয়েছি তার চেয়েও অনেক গুণ বেশি 'সুন্দর' মনের অধিকারী একজনকে পেয়েছি। অনেক সময় তার মানবিক সৌন্দর্যের দ্যুতি এত বেশি 'চমকদার' হয়ে উঠত যে, আমার সব সৌন্দর্য-যোগ্যতা তার সামনে ম্লান হয়ে যেত!
https://sumon.short.gy/aa122
