#breaking #pakistan #india #china
কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে অত্যাধুনিক লেজার গাইডেড অস্ত্র সরবরাহ করেছে চীন। এই লেজার গাইডেড দিয়ে শত্রুর মিসাইল, ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমানে আঘাত আনতে সক্ষম।
.
মূলত এই লেজার গাইডেড পাকিস্তানের নৌ বাহিনী তাদের সব ধরনের যুদ্ধ জাহাজে মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই লেজার গাইডেড টির রেঞ্জ কত কিলোমিটার সেটা সবার কাছে অজানা।
(তথ্যসূত্র- চীন ও পাকিস্তান জাতীয় সংবাদ মাধ্যম)
