বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছিলেন আমেরিকান স্বামী-স্ত্রী । শহরের সবচেয়ে দামি হোটেলে রোম্যান্টিক ডিনার শেষে স্বামী হঠাৎ স্ত্রীর হাত ধরে বলা শুরু করলেন: দেখো লিন্ডা, আমাদের প্রথম পাঁচটি সন্তানই দেখতে আমাদের পরিবারের কারও না কারও মতো। কিন্তু শুধুমাত্র ষষ্ঠজনই কারও মতোই দেখতে হয়নি। আমি সারা জীবন তোমাকে যেমন ভালোবেসেছি বাকি দিনগুলোতেও একইভাবে ভালোবেসে যাব। আমি কথা দিচ্ছি। শুধু একবার আমাকে সত্যি করে বল, তার বাবা কি আলাদা কেউ?
প্লিজ লিন্ডা আমি শুধুই জানতে চাইছি । আর কিছু নয়।
স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল: তু-তুমি ঠিক ধরেছ … ।
স্বামী: কে ? কে তবে তার বাবা ?
স্ত্রী: তুমি।
#chmedia #choncholsarker

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd