গল্প:
শীতের এক মেঘলা সকাল। আরিফ তার পুরনো বইয়ের তাকে ধুলো ঝাড়তে গিয়ে একটা হলুদ হয়ে যাওয়া চিঠি খুঁজে পেলো। চিঠিটার ওপরে লেখা –
"প্রিয় আরিফ, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, এই চিঠিটা খুলে দিস।"

চিঠিটা ছিল নীলার। শৈশবে তারা একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে হাসত, আরিফ তার প্রথম গল্পটাও নীলাকে নিয়েই লিখেছিল।
কিন্তু একসময় নীলা হঠাৎ করেই শহর ছেড়ে চলে যায়, কোনো যোগাযোগ আর থাকে

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd