#দিনাজপুর: ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের প্রতীক
বাংলার উত্তরাঞ্চলে অবস্থিত দিনাজপুর একটি প্রাচীন ও ঐতিহাসিক জেলা, যার শিকড় গাঁথা মোগল আমল পর্যন্ত। ১৬৭৭ সালে কান্তজিউ মন্দিরের নির্মাণ শুরু হয়, যা টেরাকোটার কারুকাজে অতুলনীয় এক নিদর্শন। এছাড়া, ১৮৭০ সালে তৈরি রামসাগর দিনাজপুরের অন্যতম ঐতিহ্যবাহী স্থান, যা বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় হিসেবে পরিচিত।
দিনাজপুরের রাজবাড়ি, যা ১৮ শতকে প্রতিষ্ঠিত, এই অঞ্চলের ইতিহাসের গর্ব। দিনাজপুর আতপ চাল ও মিষ্টি লিচুর জন্য সারা দেশে বিখ্যাত, যা ১৯৫০-এর দশক থেকেই বাজারে পরিচিত হয়ে ওঠে।
#viral #best #foryou #history

TAJ
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟