মানুষ এখন আর সুখ চায় না—
মানুষ এখন চায়, "অন্যদের চেয়ে বেশি সুখী" হতে।
তাই তো এক কাপ চা খেয়েও কেউ তৃপ্ত,
আর কেউ রেস্টুরেন্টে বসে হাজার টাকা বিল দিয়েও মুখ গোমড়া করে বসে থাকে।
আসলে সমস্যা সুখে নয়,
সমস্যা তুলনায়।
যেখানেই তুলনা আসে,
সেখান থেকেই শান্তি পালাতে থাকে।
নিজের জীবনের মানে খোঁজো—
অন্যের সাথে মেলালে মান হারিয়ে যাবে।
@ফকিহ্ উদ্দিন শিবলী
.
.
.
#life #personalgrowth #lifelessons #inspiration #motivation #facebookpost #post #reels

AR Ataur Rahman
コメントを削除
このコメントを削除してもよろしいですか?