একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হোন...
একবার গভীরভাবে চিন্তা করুন—আপনার প্রতি আল্লাহ্ তা'য়ালার অসংখ্য রহমত ও অনুগ্রহ কিভাবে আপনাকে আপাদমস্তক ঘিরে রেখেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যেভাবে বেঁচে আছেন—সবই আল্লাহ্‌র অশেষ করুণা।

আল-কুরআনে ইরশাদ হয়েছে:
“যদি তোমরা আল্লাহর নি'য়ামতরাজি গণনা করতে চাও, তবে তা কখনোই শেষ করতে পারবে না।”
(সূরা ইবরাহীম: ৩৪)

সুস্থতা, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বায়ু, পানি—এই সবকিছুই আপনাকে ঘিরে রেখেছে, যেন পৃথিবী আপনাকেই কেন্দ্র করে ঘুরছে। অথচ আপনি বুঝতে পারছেন না! জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুই আপনার রয়েছে—তবুও আপনি যেন অজানার অন্ধকারে রয়ে গেছেন।

image

A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED

Powered by ABS ( P ) Ltd