"একটি মেয়ে, স্বপ্ন ছিল তার—একটি ভিডিও ভাইরাল হবে, সবাই তাকে চিনবে। বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে ক্যামেরা অন করেছিল, হাসছিল, ভেতরে কত আশা। কিন্তু হঠাৎ এক ভুল পা… আর মুহূর্তেই সব কিছু শেষ। নিচে পড়ে গেল, হাত-পা চিরদিনের জন্য বিকল।
হ্যাঁ, সেই ভিডিও ঠিকই ভাইরাল হলো—হাজারো মানুষ দেখলো, শেয়ার করলো, কাঁদলো।
কিন্তু জানো তো? ভাইরাল হওয়ার পেছনে কত কষ্ট, কত ত্যাগ, আর কত যন্ত্রণা লুকিয়ে থাকে, সেটা কেউ ভাবে না।
এই ভাইরালই আজ তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে।
সতর্ক থাকো, সুরক্ষিত থাকো—কারণ একটি মূহূর্তের ভুল সারাজীবনের কান্না হয়ে যেতে পারে।"