#সিলেট — ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। হযরত শাহজালাল (রহ.)-এর আগমনের মাধ্যমে ইসলাম প্রচারের সূচনা হয় এই অঞ্চলে। চা-বাগান, পাহাড়ি ঝর্ণা আর সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য সিলেটকে করেছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। অর্থনীতিতেও এর অবদান উল্লেখযোগ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেট শুধু একটি শহর নয়, এটি আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক।
#best #foryou #viral

image

A product of Asiasmartbusiness Pvt Ltd

Marketed by Le Laya Bharat Ltd