বগুড়ায় পুলিশের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় গ্রেফতার ৪
আজ রাতে বগুড়া সদরের নারুলী ফাঁড়ির পুলিশ গতকাল ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তার উপর কিশোর গ্যাং এর হামলাকারীদের ০৪ (চার) জনকে দত্তবাড়ি ব্রিজ এর পাশে পরিত্যাক্ত বাড়ির ভিতরে গাজা সেবন অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেনঃ
মোঃ আল আমিন ব্যাপারী (ডাকনাম: গরিব/এসকে/কোকা), (২৪), (পিতা: ভোলা ব্যাপারী, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ রোহান (ডাকনাম: রনি), (১৯), (পিতা: রবিউল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ তানজিল ইসলাম, (১৯), (পিতা: রফিকুল ইসলাম, উত্তর চেলোপাড়া, বগুড়া সদর, বগুড়া)।
মোঃ তৌহিদ ইসলাম, (১৮), (
