এক্সিলেন্ট তুলসি চা
উপাদানঃ তুলসি, স্টেভিয়া, আদা, লেমন ও অন্যান্য উপকরণ।
কার্যকারিতাঃ
১. সর্দি, ঠান্ডা-কাশি, সাইনোসাইটিস ও শ্বাস-প্রশ্বাসের প্রতিরোধ করে।
২. জীবাণু, ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট জ্বর ও ম্যালেরিয়ার জ্বরের উপশমের জন্য কার্যকরী ভূমিকা রাখে।
৩. অ্যারোমেটিক বেভারেজ, কর্টিসেল ও ফ্রি রেডিকেলের মাত্রা কমিয়ে মানসিক চাপ দূর করে।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৫. নার্ভ টনিক, পাকস্থলীর শক্তি বৃদ্ধি ও ঘাম নিঃসৃত হতে সাহায্য করে।
৬. ইউরিক অ্যাসিডের মাত্রা হ্রাস করে কিডনিকে পরিস্কার করে এবং অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেনশিয়াল অয়েল কিডনির পাথর ভাংতে সাহায্য করে।
৭. মুখের দুর্গন্ধ দূর করে।
চা তৈরির নিয়মঃ
ফুটন্ত গরম ১ কাপ পানির মধ্যে ১টি ব্যাগ রেখে ১-২ মিনিট নাড়াচাড়া করুন। প্রয়োজনমত চিনি অথবা মধু মিশান। টি ব্যাগ যত বেশি সময় গরম পানির কাপে থাকবে, ততবেশি কার্যকারিতা বৃদ্ধি পাবে।
প্রয়োজনে 01995-518183
A product of ASIA BUSINESS SMART PRIVATE LIMITED
Powered by ABS ( P ) Ltd